সকল মেনু

ওবামা খুব ভালো মানুষ: ট্রাম্প

17d6fbc926b611f90c361919d9bee4cb-58253c1cc2ce0আন্তর্জাতিক ॥ হটনিউজ২৪বিডি.কম : নির্বাচনি প্রচারণার সময় বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কঠোর সমালোচনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ওবামার স্বাস্থ্যসেবা নীতি থেকে শুরু করে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি সব কিছুকে ‘বিপর্যয়’ বলে উল্লেখ করেছিলেন তিনি। তবে বৃহস্পতিবার ওবামার আমন্ত্রণে সাড়া দিয়ে হোয়াইট হাউজে যাওয়ার পর ট্রাম্পের মুখে শোনা গেল ভিন্ন সুর। ওবামাকে ‘খুব ভালো মানুষ’ বলে উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে ওবামার কাছ থেকে পরামর্শ নেবেন বলেও আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প।

মঙ্গলবারের (৮ নভেম্বর) নির্বাচনের পর ২০ জানুয়ারি শপথ গ্রহণের আগ পর্যন্ত ৭২ দিনে ক্ষমতা হস্তান্তরের জন্য কয়েকটি ধাপে প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। আর এর প্রথম ধাপটি ছিল বৃহস্পতিবার। এদিন ওবামার সঙ্গে সাক্ষাৎ করতে ট্রাম্প হোয়াইট হাউজে গেলে তাকে স্বাগত জানান ওবামা। ওভাল অফিসে ৯০ মিনিটের একান্ত বৈঠকে অংশ নেন তারা। পরে দুজন ফটোসেশনে অংশ নেন।

বৈঠকের জন্য ওবামাকে ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট, আপনার সঙ্গে মিলিত হতে পেরে সম্মানিত বোধ করছি। ভবিষ্যতে আপনার সঙ্গে আরও অনেকবার দেখা হওয়ার সুযোগ খুঁজব।’
বৈঠক শেষে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা একে অপরের সঙ্গে এর আগে কখনও মিলিত হইনি। আমি সম্মানিত বোধ করেছি। দেড় ঘণ্টা বৈঠক হয়েছে আমাদের।’

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, উপস্থিত সাংবাদিকদের সামনে ট্রাম্প বার বার বলছিলেন, ‘ওবামা খুব ভালো মানুষ’।

এদিকে নির্বাচনের আগে ট্রাম্পকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছিলেন ওবামাও। প্রেসিডেন্ট পদে ট্রাম্পকে অযোগ্য বলে উল্লেখ করেছিলেন তিনি। তবে বৃহস্পতিবার হোয়াইট নিজেদের মধ্যকার সেইসব বিভেদ দূরে ঠেলে রাখতে দেখা যায় দুজনকেই। ট্রাম্পের সঙ্গেকার বৈঠককে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেন ওবামা।

তিনি জানিয়েছেন, ওই বৈঠকে ‘রাষ্ট্রীয় ও পররাষ্ট্র নীতিমালা’ ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা হয়েছে।

ট্রাম্পকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে ওবামা বলেন, ‘আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আপনাকে সফল করতে এখন আমরা সব সহায়তা দেব। কারণ আপনি সফল হলে দেশ সফল হবে।’ সূত্র: গার্ডিয়ান, বিবিসি, সিএনএন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top