সকল মেনু

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে হচ্ছে ভাই ফোঁটা

unnamedউজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: প্রতি বছরের মতো এই বছরও করা হয়ে নড়াইলে হিন্দুদের বাড়িতে ভাই ফোঁটা। ১ নভেম্বর মঙ্গলবার থেকে ১৪,দিন ধরে চলবে ভ্রাতৃদ্বিতীয়া ,ভাই ফোঁটা। বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ের সব বোনেরা তাদের ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে উচ্চারন করবে ‘‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা’’। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের পাঠানো তথ্যর ভিতিতে জানা যায়, বাঙ্গালী সংস্কৃতিতে কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে এই রীতি প্রচলিত আছে।‘তত্র যম পূজা দিকমঙ্গ্ ভগিনী হস্তাদ্ ভোজনং প্রধানং কর্ম’’ অর্থাৎ যম, যমুনা, চিত্রগুপ্ত ও যমদুতের পূজা করে যমকে অর্ঘ্য দিয়ে ভগিনী বড় ভাইকে পূজা করে ছোট ভাইকে আদর ও ভালবাসা জানিয়ে ভাইয়ের কপালে তিলক এঁকে দেয়। ভাই এসময় তাঁর প্রিয় বোনকে বস্ত্র প্রভৃতি উপহার দেয়। এরপর বোন ভাইকে যতœ করে উপাদেয় খাদ্য পরিবেশন করেন। ভাইয়ের কপালে ফোঁটা দেয়ার পূর্বে বোন ভাইকে শিশিরের জল দিয়ে মাথা, কপাল ও ভ্রু ধুইয়ে ভ্রু-তে কাজল দিয়ে সজ্জিত করেন। তারপর কপালে চন্দনের ফোঁটা দিয়ে উচ্চারন করেন সেই মায়াবি মন্ত্রস,সর্বেশ্বরী মন্ত্রের জোকার, ভাইনা যাইও যমের দুয়ার। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়লো কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা’’।সনাতন ধর্মানুসারি পৃথিবীব্যাপী বাঙ্গালীর প্রতিটি ঘরে ঘরে বোনেরা ভাইদের দীর্ঘায়ু-মঙ্গলময় জীবন কামনা করে তাদের ললাটে এঁকে দেয় চন্দনের সু-শীতল ফোঁটা। বড় বোন ছোট ভাইকে এবং বড় ভাই ছোট বোনকে উপহার সামগ্রী প্রদান করেন। ভাইদের কে বোনেরা পরিবেশন করেন উপাদেয় খাদ্য সামগ্রী। আর এই ভাই ফোঁটার মধ্য দিয়ে রচিত হয় ভাই বোনের মাঝে পারিবারিক, সামাজিক তথা স্বর্গীয় পবিত্র বন্ধন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top