সকল মেনু

নড়াইলে ১ কেজি গাঁজাসহ ১জন আটক

unnamedউজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলছে নড়াইল পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের আন্তরিক প্রচেষ্টায় ও কঠোর পরিশ্রমের ফলেই এ সকল অভিযান সফল হচ্ছে এবং নড়াইল জেলাকে মাদকের বাসা থেকে মুক্ত করার জন্য পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃত ব্যক্তির নাম মোঃ ডালিম মোল্যা (২৫)। নড়াইলের  লাহুড়িয়া পশ্চিমপাড়া এলাকার মৃত কুদ্দুস মোল্যার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩১ অক্টোবর) রাত ১টার দিকে লাহুড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর মোহাম্মদ ও থানার উপ-পরিদর্শক (এস.আই) শফিকুল ইসলাম এর নের্তৃত্বে সঙ্গীয় ৭/৮ জন ফোর্স নিয়ে ডালিমের বাড়িতে হানা দেয়। এ সময় ডালিমের বিছানার বালিশের পাশ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে । পুলিশের অভিযান উপস্থিতি টের পেয়ে ডালিম পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের পাঠানো তথ্যর ভিতিতে জানা যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, আটককৃত ডালিম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। এবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকারী দলের সক্রিয় সদস্য নূর মোহাম্মদ ও শফিকুল ইসলামের কাছে মাদকদ্রব্য সহ হাতেনাতে আটক হয়েছে। আটককৃত ডালিমের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও তিনি গণমাধ্যমকর্মীদেরকে নিশ্চিত করেছেন। এলাকাবাসী জানায়, ডালিম দীর্ঘদিন ধরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এলাকায় গাঁজা,ব্যবসা করে আসছিল। উল্লেখ্য নড়াইল কে মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলছে নড়াইল পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন আন্তরিক প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমের ফলেই এ সকল অভিযান সফল হচ্ছে এবং নড়াইল জেলাকে মাদকের বাসা থেকে মুক্ত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top