সকল মেনু

নড়াইলের বনগ্রাম বাজারে রাইচমিল ভাংচুর করে মেশিন লুট

PHTO0003.JPG

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে রাইচমিল ভাংচুর ও ধান ভাংগানো মেশিন লুটের অভিযোগ পাওয়া গেছে। নড়াইল জেলার চাঁচুড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মশিয়ার মোল্যা অভিযোগ করে বলেন, আমার ভাই কালিয়া থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এবং ১৯ বছর চাচুঁড়ি ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর মোল্যা গত ইউপি নির্বাচন করায় আমাদের বাড়ি একাধিকবার ভাংচুর করে লুটপাট করেছে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের পাঠানো তথ্যর ভিতিতে জানা যায় তারই ধারাবাহিকতায় ২৬ অক্টোবর দিবাগত রাতে এলাকার টুটুল মোল্যা (৩২),মুকুল মোল্যা (২৮), জুয়েল মোল্যা (৩৩), মুকুল মোল্যা (২০), সাইদ মোল্যা, (৩০) রিতু মোল্যা (২২), ফেরদাউস শেখ (২৪) ও আকলু মোল্যা (৩০) সহ কতিপয় সংঘবদ্ধ সন্ত্রাসীরা আমার মিল ভেঙ্গে নতুন স্যালো মেশিন নিয়ে যায়। রাইচমিলের ভবন ও মেশিনের আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা। এ বিষয়ে চাচঁড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ হিরোক আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান মোল্যা বলেন, কারা ভাংচুর লুটপাট করেছে আমি কিছুই জানিনা। আমার কাছে মশিয়ার কিছু বলেনি,বললে আমি ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসাবে বিষয়টির তদন্তপূর্বক ব্যাবস্থা গ্রহন করতাম। তবে চাচুঁড়ি ইউনিয়নে অনেক ভাংচুর লুটপাট হয়েছে এবং সেটা মোঃ মশিয়ার মোল্যা করেছে। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ গনি মিয়া আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, বিষয়টি আমি শুনে পুলিশ পাঠিয়ে জেনেছি রাতের অন্ধকারে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে। আমি লিখিত কোন অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top