সকল মেনু

দুর্গাপুরে ছাগল পালন প্রশিক্ষন

unnamedবিজন কৃষ্ণ রায়,দুর্গাপুর(নেত্রকোনা): নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর আর্থিক ও কারিগরী সহায়তায় বিরিশিরি ইউনিয়নের গোওয়ালীদেও, তেলুঞ্জিয়া ও দুর্গাপুর পৌরসভার উৎরাইল  গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুঃস্থ মহিলাদের দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণের মাধ্যমে আত্ম-কর্মসংস্থান সৃষ্টি ও ক্ষমতায়ন কর্মসূচী‘র আওতায় ইন্টিগ্রেটেড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটি (আইইডিএস) এর আয়োজনে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক অডিটরিয়ামে বিনা মূল্যে ছাগল বিতরণের লক্ষ্যে  ৪৩জন ক্ষুদ্র্র নৃ-গোষ্ঠী দুঃস্থ মহিলা সদস্যকে নিয়ে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ এর উদ্বোধন করা হয় মঙ্গলবার। প্রশিক্ষণ অনুষ্ঠানে আইইডিএস এর চেয়ারম্যান মতিলাল হাজং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মামুনুর রশীদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রশিক্ষক উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মো: ছানোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রুহু,সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল, ধ্র“ব সরকার,বিজন কৃষ্ণ রায়, সংস্থার নির্বাহী পরিচালক শামীম কবীর প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top