সকল মেনু

নড়াইলে মৌসুমে ইলিশ রক্ষা অভিযান

unnamedউজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে প্রধান প্রজনন মৌসুমে ইলিশ রক্ষা কার্যক্রমের আওতায় বাজার অভিযান হয়েছে। ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রধান প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ রাখার কার্যক্রমকে বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা বাজার অভিযান পরিচালনা করেন। এ অভিযানে মাছের বাজারে কোন ইলিশ মাছ পাওয়া না গেলেও বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে বিকালে উপজেলা পরিষদ চত্তরে জব্দকৃত কারেন্ট জাল আগুন ধরিয়ে ধ্বংশ করা হয়। নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের পাঠানো তথ্যর ভিতিতে জানা জনসচেতনতায় উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার বলেন, ‘এ বছর ১২ অক্টোবর হতে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ আহরণ, বিক্রয়, পরিবহন, মজুদ সম্পুর্ন নিষেধ। উপজেলা মৎস্য দপ্তর এ আইন অমান্য কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম রেজা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোস্তাইন বিল্লাহ, যুবউন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আঞ্চলিক পরিচালক কাজী আশরাফ, এসআই শাহিনুর রহমান প্রমুখ।নড়াইলের লোহাগড়ায় প্রধান প্রজনন মৌসুমে ইলিশ রক্ষা কার্যক্রমের আওতায় বাজার অভিযান হয়েছে। ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রধান প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ রাখার কার্যক্রমকে বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা লোহাগড়া বাজার অভিযান পরিচালনা করেন। এ অভিযানে মাছের বাজারে কোন ইলিশ মাছ পাওয়া না গেলেও বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে বিকালে উপজেলা পরিষদ চত্তরে জব্দকৃত কারেন্ট জাল আগুন ধরিয়ে ধ্বংশ করা হয়। জনসচেতনতায় উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার বলেন, ‘এ বছর ১২ অক্টোবর হতে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ আহরণ, বিক্রয়, পরিবহন, মজুদ সম্পুর্ন নিষেধ। উপজেলা মৎস্য দপ্তর এ আইন অমান্য কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম রেজা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোস্তাইন বিল্লাহ ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top