সকল মেনু

নড়াইলে মাছ লুটের মামলা করে বেড়াচ্ছে মৎস্য চাষী

unnamedউজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে ঘের থেকে মাছ লুটের ঘটনায় মামলা করে প্রানের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন সদর  উপজেলার জুড়ুলিয়া গ্রামের মৎস্য চাষী মোঃ হাসমত আলী সায়েম। জানা গেছে, হাসমত আলী সায়েম জুড়ুলিয়া গ্রামে রাস্তার পাশে তার নিজের  ৪৩৩০ ও ৪৩৩১ নং দাগে ৬১ শতক জমিতে ঘের কেটে নড়াইল ইসলামী ব্যাংক থেকে ১লক্ষ টাকা লোন নিয়ে মৎস্য চাষ করেন। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের পাঠানো তথ্যর ভিতিতে জানা যায় গত ২ আগষ্ট আসামী আসাদুজ্জামানসহ তার লাঠিয়াল বাহিনী সহকারে ঘের থেকে রুই, কাতল, সিলভার, মনোসেক্সসহ বিভিন্ন ধরনের আনুমানিক ৩৫ মন মাছ লুট করে নিয়ে যায়, যার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। পরে বিষয়টি স্থানীয় চেয়্যারম্যান কে জানালে চেয়ারম্যান মিমাংসার চেষ্টা করলেও স্থানীয় ভাবে মিমাংসা না হলে মৎস্য চাষী সায়েম নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন, মামলা দায়ের করার পর পুলিশ আসাদুজ্জামান নামে এক আসামী কে আটক করে কারাগারে পাঠায়। মামলা দায়েরের পর থেকে আসামী পক্ষের লোকজন সায়েমের বাড়িতে গিয়ে তাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে মামলা  তুলে নেওয়ার জন্য। মামলার বাদী সায়েম জানান, ব্যাংক থেকে  লোন তুলে সব টাকা ঘেরের পিছনে খরচ করেছি, ঘেরের মাছ অনেক  বড় হয়েছিল। ঠিকমত বিক্রি করতে পারলে ব্যাংকের লোন পরিশোধ করেও লাভবান হতে পারতাম। কিন্তু আমার সব মাছ লুট করে নিয়ে গেল। এখন আমি ব্যাংকের লোন কিভাবে দিবো। থানায় মামলা করার পর থেকে আসামী পক্ষের লোকজন আমাকে বিভিন্ন ভাবে ভয় দিচ্ছে। আমি ভয়ে ঠিক মত বাড়িতে থাকতে পারছিনা। আসামী পক্ষের লোকেরা বলছে কারাগার থেকে যেদিন আসামী আসাদুজ্জামান বের হবে সেদিনই তোকে দেখিয়ে দিবো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top