সকল মেনু

শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদলের সাক্ষাৎ

16-7হটনিউজ২৪বিডি.কম : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।

সোমবার দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর জিম স্কারথের নেতৃত্বে প্রতিনিধিদলের সাক্ষাৎকালে বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা, বিশেষ করে শিক্ষক প্রশিক্ষণ ও ইংরেজি শিক্ষার মানোন্নয়নে ব্রিটিশ কাউন্সিল ও ব্রিটিশ সরকার পরিচালিত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।

বাংলাদেশের উচ্চশিক্ষার উন্নয়নে ব্রিটিশ সরকারের সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে দুই দেশের মধ্যে টাস্কফোর্স গঠনের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। শিক্ষামন্ত্রী আলোচনাকালে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে সহযোগিতা দেওয়ার জন্য ব্রিটিশ সরকার ও ব্রিটিশ কাউন্সিলকে ধন্যবাদ জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top