সকল মেনু

জলঢাকায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্থর উদ্বোধন

unnamedএরশাদ আলম, জলঢাকা নীলফামারী প্রতিনিধিঃ  জলঢাকায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্থর উদ্বোধন করলেন সাংস্কৃতিক মন্ত্রী। সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন, বর্তমান সরকার এখন বিশ্ব মানবের পাশে। নাঙ্গা, ভুখা অভাব দূর্ভিক্ষ নেই বলেই চলে। এমন কি নিরাপদ সড়কের ব্যবস্থা গ্রহণে সরকার বদ্ধ পরিকর। এমন তালিকা প্রণয়নে সরকারের নিজস্ব অর্থায়নে জলঢাকা টু নীলফামারী ২২ কিলো: দীর্ঘ ১২ ফুট প্রস্তে  সড়কটি উন্নতিকরণ, যার ব্যয়ভার ধরা হয়েছে ৬৬ কোটি ৩৩ লাখ ৯৫ হাজার টাকা। সড়ক উন্নয়ন প্রল্পের আওতায় নীলফামারীর জলঢাকায় রবিবার স্থানীয় তেল পাম্প নামক স্থানে  রাস্তার ফলক উম্মচন কালে উপরোক্ত কথাগুলো প্রধান অতিথির বক্তৃতায় বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী -৩ আসনের সংসদ সদস্য শিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী অফিসার মুহ্ রাশেদুল হক প্রধান, জলঢাকা রাবেয়া চৌধুরী মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিবেকা নন্দ মোহন্ত, নীলফামারী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ.কে.এম হামিদুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ, সহ সভাপতি বাবু দেবেন্দ্র নাথ সরকার দীপু বাবু, সাধারণ সম্পাদক মমতাজুল হক, জেলা সদর আওয়ামীলীগের সম্পাদক আবুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান, আরিফা সুলতানা লাভলি, জলঢাকা আওয়ামীলীগের সভাপতি আনছার  আলী মিন্টু, সাধারণ সম্পাদক শহিদ হোসেন রুবেল, পৌর আওয়ামীলীগের সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন ছাদের প্রমুখ। উদ্বোধন শেষে মন্ত্রী দলীয় নেতা কর্মীদের সরকারের উন্নয়নে সর্বদা সম্মিলিত ভাবে কাজ করার আহবান জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top