সকল মেনু

নড়াইলে গণপ্রতিবাদ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল

unnamedউজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:  নড়াইলে বৃহস্পতিবার দুর্নীতির বিরুদ্ধে গণপ্রতিবাদ, সমাবেশ, বিক্ষোভ মিছিল, মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নোয়াগ্রাম ইউনিয়নের আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পার্শ্ববর্তী মাঠে দূর্নীতি বিরোধী মঞ্চের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন ৪নং নোয়াগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম কালু। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের পাঠানো তথ্যর ভিতিতে জানা যায় ক্ষমতায় থাকাকালীন সময়ে নোয়াগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ ফয়জুল হক রোম এর এলজিএসপি, টিআর, কাবিখা, কাবিটা প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতির প্রতিবাদে এ সমাবেশ, বিক্ষোভ মিছিল, মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ইউপি মেম্বর সাবু সরদার,আকতারুজ্জামান, আকায়েত হোসেন, জাকির হোসেন, শেখ সাবু, মাসুম রেজা, কাজী আব্দুল আলিম, কুদ্দুস মোল্যা প্রমুখ। বক্তারা বলেন, ২০১৫-২০১৬ অর্থ বছরে এলজিএসপি প্রকল্পে এ ইউনিয়নের ”দেবী উত্তরপাড়া মসজিদ থেকে ভুলু শেখের বাড়ি পর্যন্ত রাস্তা ইটের সলিং নির্মাণ প্রকল্পে ২লাখ টাকা, দেবী ওয়াটার প্লান এর মটর সংস্কার ও পানির পাইপ লাইন সংস্কার প্রকল্পে ১ লাখ টাকা, সত্রহাজারী আমজাদ মাষ্টারের বাড়ি থেকে কাজীপাড়া পর্যন্ত রাস্তা মাটি দ্বারা সংস্কার প্রকল্পে ১লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। অথচ কোন কাজ করা হয়নি। ২০০৯-১০ অর্থ বছরে কাবিখা প্রকল্পের অধীন রায়গ্রাম বটতলা থেকে মফিজ মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পে ৮ মেঃটন চাল,গম, দেবী পিয়ার মোল্যার বাড়ি থেকে মুছা মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা মাটি দ্বারা নির্মাণ প্রকল্পে ৬ মেঃটন চাল ,গম বরাদ্দ দেয়া হয়। কাজ না করেই চেয়ারম্যান বিল উত্তোলন করে আত্মসাৎ করেছেন। উল্লেখিত প্রকল্পসহ হাজার হাজার সরকারি প্রকল্পে তৎকালীন নোয়াগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল হক রোম গোপনে প্রকল্প কমিটি দাখিল করেন এবং ভুয়া প্রকল্প সভাপতি সাজিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। তৎকালীন সময়ের কয়েকজন ইউপি সদস্য অভিযোগ করেন যে, সৈয়দ ফয়জুল হক রোম চেয়ারম্যান থাকাকালে অনেক প্রকল্পে আমাদের প্রকল্প সভাপতি হিসাবে দেখিয়ে কোটি কোটি টাকা হরিলুট করেছেন। অথচ আমরা ওইসব প্রকল্পের কথা জানতাম না। আমাদের সহি-স্বাক্ষর লাগেনি। অভিযুক্ত ফয়জুল হক রোমের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। বক্তরা এলাকায় দুর্নীতি প্রতিরোধ করবার ঘোষণা দেন এবং তদন্ত পূর্বক সাবেক চেয়ারম্যানের দুর্নীতির বিচার চান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top