এস,আই মল্লিক, ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরে জনপ্রিয় হয়ে উঠছে বেদানা চাষ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তা ও পরামর্শে বেদানা চাষ করে ইতোমধ্যে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ওলিয়ার রহমানের ছেলে শাহজাহান আলী জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লক্ষ্মীকুন্ডু ব্লকের উপসহকারী কৃষি অফিসার কাজী এবাদুর রহমানের পরামর্শে আমি গত বছর মে মাসের দিকে ৩৩ শতাংশ জমিতে ২শ’টি বেদানা চারা রোপন করি। এতে করে আমার খরচ হয় ৬০ হাজার। প্রতি কেজি বেদানা ১৩০ টাকা দরে বিক্রি করে তিনি এ পর্যন্ত আয় করেছেন প্রায় ৮৫ হাজার টাকা। বর্তমানে তার বাগানে প্রচুর পরিমাণে বেদানা রয়েছে যা বিক্রি করে তিনি আরও লাভবান হবেন বলেও জানান। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার শেখ সাজ্জাদ হোসেন বলে, কোটচাঁদপুরের মাটি বেদানা চাষের উপযোগী হওয়ায় আমরা চাষীদের বেদানা চাষে উদ্বুদ্ধ করেছি। বেদানা চাষে অল্প পুঁজি বিনিয়োগ করে অধিক লাভবান হওয়া যায়। ফলে ভবিষ্যতে এ অঞ্চলে আরও বেশি বেশি বেদানা চাষ হবে বলেও তিনি আশা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।