সকল মেনু

মোদি পরবর্তী রণকৌশল ঠিক করতে বৈঠকে

হটনিউজ ডেস্ক : ভারতীয় সেনাবাহিনীর পাকিস্তান জঙ্গিঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইকের পর আজ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরাপত্তা বিষয়ক পর্যালোচনা করবেন।

এখনও পর্যন্ত সার্জিক্যাল স্ট্রাইকের আপডেট :
• এই বৈঠকে উপস্থিত থাকবেন ভারতীয় মন্ত্রিসভার উচ্চপদস্থ অফিসাররা। বৃহস্পতিবারও এই সংক্রান্ত একটি বৈঠক করেছিলেন মোদী। বৈঠকে মোদী পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেবেন বলে মনে করা হচ্ছে৷

• বৃহস্পতিবার রাতে অসতর্কবশত লাইন অফ কন্ট্রোল রেখা পার করার জন্য পাকিস্তান এক ভারতীয় সেনাকে গ্রেফতার করেছে, ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন যে তারা পাকিস্তানকে ওই সেনাকে ছেড়ে দেওয়ার আবেদন জানিয়েছে৷

• নরেন্দ্র মোদী আশঙ্কা পাকিস্তান ভারতের ওপর পাল্টা আক্রমণ চালাতে পারে তাই জম্মু-কাশ্মীরে এবং পাঞ্জাবে উচ্চ-পর্যায়ের সতর্কবার্তা জারি করা হয়েছে৷ পাকিস্তান থেকে ১০ কিলোমিটারের মধ্যে জম্মু-কাশ্মীরে প্রায় হাজারটি গ্রাম রয়েছে,সব জায়গাতেই গ্রামবাসীদের অনত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷

• বৃহস্পতিবার ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়েছে যে বৃহস্পতিবার রাতে ভারতীয় সেনা লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে প্রবেশ করে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক চালায়৷ প্রায় ৩৮ জন জঙ্গি সহ দুজন পাকিস্তানি সেনাকে খতম করে ভারতীয় সেনারা৷ ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন এর লেফটেন্যাটান্ট জেনারেল রানবীর সিং জানিয়েছেন, এই সার্জিক্যাল অপারেশন যে করা হবে সেই তথ্য বৃহস্পতিবার সকালে পাকিস্তানকে জানানো হয়েছিল৷

• পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আজ,শুক্রবার একটি ক্যাবিনেট বৈঠক করবেন এবং পাকিস্তান সংসদে আগামী বুধবার ৫ অক্টোবর একটি যৌথ বৈঠকও ডাকা হবে বলে জানা গিয়েছে৷

এই মাসের শুরুতে উত্তর কাশ্মীরের উরিতে ভারতীয় সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিল পাকিস্তানের জঙ্গিরা৷ এতে প্রাণ হারিয়েছিলেন ১৯ জন ভারতীয় সেনা৷ এই প্রসঙ্গে মোদী জানিয়েছিলেন যারা এই কাজ করেছে তারা শাস্তি পাবেই৷ তিনি কূটনৈতিকভাবে পাকিস্তানকে শাস্তি দিতে চেয়েছিলেন,কিন্তু হঠাৎ করে ভারতীয় সেনার পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করায় স্বভাবতই চাপে পরে গিয়েছে পাকিস্তান সরকার৷সূত্র: kolkata24x7

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top