লালমনিরহাট প্রতিনিধি: শনিবার দুপুরে লালমনিরহাটের বিলুপ্ত ছিটমহল ভিতরকুঠিতে ৩২ প্রশিক্ষনার্থীর মাঝে প্রশিক্ষণ শেষে সনদপত্র ও সেলাই মেশিন বিতরন করা হয়েছে।লালমনিরহাট জেলা পরিষদের উদ্যোগে এ সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জেলা পরিষদ প্রশাসক এড.মতিয়ার রহমান। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,জেলা পুনাক’র সভাপতি শাম্মী আখতার,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলোয়ারা বেগম,নারী নেত্রী ফেরদৌসি বেগম বিউটি,কুলাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইদ্রিশ আলী। অনুষ্ঠানে বিলুপ্ত ভিতরকুঠি ছিটমহলে নারীদের আতœ কর্মসংস্থানে তিন মাস ব্যাপি সেলাই প্রশিক্ষণ শেষে ৩২ জন নারীকে সনদপত্র ও সেলাই মেশিন দেয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।