সকল মেনু

কোটচাঁদপরে আলোর ফাঁদ প্রকল্প

VLUU L100, M100  / Samsung L100, M100

এস,আই মল্লিক, ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাদপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পোঁকামাকড় ও বালাই দমনে আলোর ফাঁদ প্রকল্প চালু হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সন্ধ্যা রাতে পৌর এলাকার বাজেবামনদহ গ্রামের মাঠে আলোর ফাঁদ প্রকল্পের উদ্বোধন করেন যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক চন্ডীদাস কুন্ডু। এ সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ মোহঃ আকরামুল হক, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নির্মল কুমার দে ও কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসার শেখ সাজ্জাদ হোসেন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর শরাফত হোসেন, আব্দুর রহিম, আব্দুল জলিল প্রমুখ। বক্তারা পোঁকামাকড় ও বালাই দমনে আলোর ফাঁদ প্রকল্পের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সাধারণ কৃষকদেরকে এ প্রকল্প বাস্তবায়নে উদ্বুদ্ধ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top