সকল মেনু

বিএসএফের গুলিতে মহেশপুর সীমান্তে বাংলাদেশি নিহত

bsf-shout-sm20160923083743  ঝিনাইদহ প্রতিনিধি :  ঝিনাইদহে মহেশপুর উপজেলার বাঘা ডাঙ্গা সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে জসিম মন্ডল (২৭) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ভারতের পশ্চিম বঙ্গের নদীয়া জেলার হাজরা বিএসএফ ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জসিমের বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা এলাকায়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৮ ব্যাটালিয়নের লে. কর্নেল তাজুল ইসলাম হটনিউজ২৪বিডি.কমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, জসিম বৃহস্পতিবার রাতে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায়। সেখানকার হাজরা ক্যাম্পের কাছে বিএসএফের সঙ্গে কয়েকজন গরু ব্যবসায়ীর মুখোমুখি বেধে যায়। এসময় গরু ব্যবসায়ীরা দুই বিএসএফ সদস্যকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় বিএসএফ সদস্যরা গুলি করলে জসিম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে ভারতের একটি হাসপাতালে নেওয়ার পর জসিম মারা যায়।

তার মরদেহ ভারতের হাসখালী থানায় রয়েছে জানান বিজিবির ওই কর্মকর্তা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top