সকল মেনু

রাতেও জমজমাট ভোলার মাছের আআড়ৎগুলো

unnamedএম. শরীফ হোসাইন, ভোলা:  রাত ১১ টা। তুলাতলী মাছ ঘাট। নদী থেকে ঘাটে ভিড়লো কয়েকটি ট্রলার। ঘটে এসে ট্রে নিয়ে শরীফ মাঝিসহ কয়েকজন জেলে বাশারের মৎস্য আড়তে আনার সাথে সাথেই শুরু হলো হাক-ডাক। নিধারিত দাম ঠিক করার পর পরই ককসিটে তোলা হলো জেলেদের আহরনকৃত এসব মাছ। মঙ্গলবার এ চিত্র ভোলা সদরের অন্যতম মৎস্যঘাট তুলাতলীর। এভাবেই জমজমাট মাছের কেনা-বেচা হয়। চলে গভীর রাত পর্যন্ত।
ইলিশের ভরা মৌসূমে ভোলার মেঘনায় রাত-দিন ইলিশ শিকারের পাশাপাশি ঘাটেও চলে জমজমাট বিকিকিনি। এ ঘাটের আড়তদার বাশারের মত রোমান পাটোয়ারী, আবু তাহের, কামাল বেপারী, জসিম, রিপন হাওলাদার, ইউনুস বেপারীর আড়ত মাছের কেনা-বেচা চলে।
আড়তদাররা জানালেন, গত কয়েকদিন থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। এতে খুশি জেলে ও ম্যস্য আড়তদাররা। এ মৌসূমেই প্রথম দিনের মত রাতেও মাছের কেনা-বেচা হয়ে আসছে।

unnamed
ম্যস্য আড়তদার বাশার জানালেন, মঙ্গরবার রাত সাড়ে ১১ টায় পর্যন্ত ৩৫ লাখ টাকার ইলিশ বিক্রি হয়েছে। এখনও বিক্রির অপেক্ষায় ১০ লাখ টাকার মাছ। এসব মাছ ভোলার বাজার ছাড়িয়ে চলে যায় ঢাকার বিভিন্ন পাইকারি বাজারে। শুধু তুলাতলী নয়, জেলার সাড়ে ৩শ’ মৎস্যঘাটে এখন ইলিশের ছড়াছড়ি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top