লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটসহ সারাদেশে এলজিইডি’র বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাস্টার রোলে কর্মরত কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবীতে মানববন্ধন করেছে লালমনিরহাট এলজিইড’র মাস্টার রোল কল্যাণ সমিতি। সকালে জেলা এলজিইডি ভবনের সামনে তারা এ মানববন্ধন কর্মসূচী পালন করেন। ঘন্টাব্যাপি চলা এ মানববন্ধনে সমিতির সভাপতি জরিফ মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সরকার, রুবেল মিয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তরা আক্ষেপ করে বলেন, দীর্ঘ ২৫ বছরেও তাদের চাকরি স্থায়ীকরণ করা হয়নি। ফলে পরিবার-পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করলেও কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহন করছেন না। এ সময় তারা আরও বলেন, মাহামান্য হাইকোর্ট স্থায়ী নিয়োগের নির্দেশনা দেয়ার পর কিছু কর্মচারী নিয়োগ দেয়া হলেও গোটা দেশের এলজিইডি’র মাস্টাররোলে কর্মরত দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর প্রায় তিন হাজার কর্মচারীর চাকরি স্থায়ীকরণ করা হয়নি। তারা বর্তমানে মানবেতর জিবন-যাপন করছেন। এব্যাপারে তাঁরা প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।