সকল মেনু

সিরাজদিখানে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ নিহত ৪

munshigoang-map_34210মুসীগঞ্জ প্রতিনিধি  :  মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় দুটি বাসের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হন অন্তত ৩০ জন। আজ সোমবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩ জন পুরুষ ও একজন নারী বলে জানা গেছে। তবে হতাহত নাম জানা যায়নি। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, দুপুর দেড়টার দিকে গাংচিল পরিবহন ও প্রচেষ্টা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top