সকল মেনু

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

নওগাঁর পোরশায়  বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মা ও ছেলের মৃত্যু হয়েছে।

বুধবার রাত ১০টার দিকে উপজেলার সরাইগাছী বাজার এলাকা থেকে ওই তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলো- আনোয়ার হোসেন (৫০), স্ত্রী জাহানারা বেগম(৪০) এবং ছেলে জাহিদ (১০)।

জানা গেছে, সকাল ১০টার দিকে আনোয়ারুল ইসলাম বাড়ির পাশের জমিতে কাজ করতে যান। এসময় তাদের জমির উপর দিয়ে স-মিলের নিয়ে যাওয়া জিআর (লুজ) তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান আনোয়ারুল ইসলাম।

দুপুর পর্যন্ত আনোয়ারুল বাড়ি না ফিরলে তার শিশু ছেলে জাহিদ হাসান বাবাকে ডাকতে গিয়ে সেও তারে জড়িয়ে যায়। বাবা ছেলে সন্ধ্যায় বাড়ি না ফিরলে আনোয়ারুল ইসলামের স্ত্রী জাহানারা বেগম সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জমির মধ্যে তাদের শুয়ে থাকতে দেখে তুলতে যান। এতে তিনিও বিদ্যুতস্পৃষ্টে মারা যান।

রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়রা তাদের বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায় ওই জমিতে বাবা-মা ও ছেলের মৃতদেহ দেখতে পান।

পোরশা থানার ওসি মোসাব্বেরুল হক জানান, সংবাদ পেয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top