সকল মেনু

মিউজিক বাজাতে গিয়ে বিদ্যুতের তারে পেঁচিয়ে মৃত্যু  

শেরপুরে ঈদ আনন্দ উপভোগ করার জন্য মিউজিক সিস্টেম বাজানোর সময় বিদ্যুতের তারে জড়িয়ে রোকন (১৭) নামে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোকন ওই গ্রামের মাসুদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার দুপুরে ঈদ আনন্দ উপভোগ করতে রোকন মিউজিক সিস্টেম বাজানোর সময় হঠাৎ করে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত কর্মকর্তা ডা. সুধন্য চন্দ্র মন্ডল।

তবে ঘটনা সম্পর্কে পুলিশ কিছু জানে না বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top