সকল মেনু

দৌলতদিয়া ঘাটে ১৪ দালালের জেল-জরিমানা

 

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে দ্রুত ফেরি পার করে দেওয়ার কথা বলে যানবাহন চালকদের কাছ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে ১৪ দালালকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আ ন ম আবুজর গিফারী এ দণ্ড প্রদান করেন।

ঈদুল আজহার কারণে ওই ঘাটে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় দালালরা এমন সুযোগ নেয় বলে জানায় পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদ জানান, দুই দালালকে ১৫ দিন ও একজনকে তিনদিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। অন্যদের ৫শ টাকা করে জরিমানা করা হয়।

তিনি আরও জানান, এদের বিরুদ্ধে ফেরিঘাট, লঞ্চঘাট, টার্মিনাল ও মহাসড়ক এলাকায় গরুবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালকদের দ্রুত ফেরি পার করে দেয়ার কথা বলে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ আনা হয়।

রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, ‘ঘাট এলাকায় দালাল,চাঁদাবাজ, মাস্তানসহ যেকোন ধরনের অপরাধ শক্ত হাতে দমন করা হবে। ঘরমুখো মানুষ ও পশু পরিবহন নির্বিঘ্ন করতে পুলিশ তৎপর রয়েছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top