সকল মেনু

ভোলায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

unnamedভোলা প্রতিনিধি: একাধিক মামলার আসামীকে গ্রেফতারের দাবীতে ভোলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ভূক্তোভূগী এলাকার কয়েক হাজার মানুষ। বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে তারা জেলা প্রাশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি দিয়েছেন।অভিযোগের ভিত্তিতে জানা যায়, ভোলা থানায় রেজাউল হক মিঠু চৌধুরী ও মনিরুল হক বুলেট চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যথাক্রমে মামলাগুলো দেয়া হলো। মামলা নং-০২, জিআর-১২৬, মামলা নং-০৬, জিআর-১৩০, মামলা নং-০৯, জিআর-১৩১, মামলা নং-০৭, জিআর-১৩১, মামলা নং-১০, জিআর-১৩৪, মামলা নং-৬৬, জিআর-১২৪, মামলা নং-১৯, জিআর-১৬। তাদের বিরুদ্ধে এই মামলাগুলো থাকায় মামলার বাদী পক্ষে জসিম উদ্দিন খান ও সেখানকার এলাকাবাসী দ্রুত গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। মানববন্ধনে কয়েজ হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করে। তারা রেজাউল হক মিঠু চৌধুরী ও মনিরুল হক বুলেট চৌধুরী বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে ঝাড়– মিছিল করে। মিছিল শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক রাসেল খান, সাদেক চোকদার ও উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের হাসান আলী খান প্রমূখ। বক্তারা বলেন, উপরোল্লিখিত এজাহার নামীয় আসামীগণ প্রকাশ্যে পুলিশের নাকের ডগায় ঘোরা-ফেরা করছে এবং এলাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। এতে এলাকার ভামমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এছাড়াও তাদের অত্যাচার আর অপকর্মের কারণে বাদীগণ ও এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ। তাই তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে ওই এলাকাবাসীর পক্ষে ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top