সকল মেনু

মোহাম্মদ আলীর দাফন সম্পন্ন : দোষীদের বিচার দাবি

 unnamedবেলাব(নরসিংদী) প্রতিনিধি: নরসিংদী ডিবি পুলিশের হেফাজতে মৃত মোহাম্মদ আলীর লাশ ময়না তদন্ত শেষে কর্তৃপক্ষ তার পরিবারের কাছে হস্তান্তরের পর গত ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচ টায় তার গ্রামের বাড়ি বেলাব উপজেলার মাটিয়াল পাঁড়া নিজ বাড়িতে জানাযা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। দুপুরে মোহাম্মদ আলীর মৃত দেহ বাড়িতে আনার পর এলাকা বাসি ও পরিবারে শোকের ছায়া নেমে আসে। এসময় আত্নীয় স্বজর ও পরিবারের সদস্যদের আহাজারিতে এক বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়। জানাযার পূর্বে এলাকাবাসি দোষীদের আইনানুগ দৃষ্টান্ত মূলক বিচার দাবি করেন। নিহতের মামা মোঃ লিটন মিয়া বলেন,এ ব্যাপারে পারিবারিক ভাবে আলোচনা করে ডিবি পুলিশের বিরুদ্ধে মামলা করবেন। উল্লেখ্য যে,গত ৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে নরসিংদী ডিবি পুলিশের এস আই খোকন চন্দ্র সরকারের নের্তৃত্বে একটি টিম মোহাম্মদ আলীকে দোকান থেকে ১১০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে ঘটনাস্থলেই পিটাতে থাকে। নরসিংদী জেলা হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহতের পরিবারের দাবি ডিবি পুলিশ তাকে পিটিয়ে হত্যা করেছে। অন্যদিকে ডিবি পুলিশের দাবি মোহাম্মদ আলী হার্ট এ্যাটাকে মারা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top