সকল মেনু

বরিশালে দুই জলদস্যু বাহিনীর আত্মসমর্পণ আজ

image-36014-1473317433সুন্দরবন এলাকার জলদস্যু শান্ত ও আলম বাহিনীর সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করতে যাচ্ছেন।

আজ বৃহস্পতিবার বরিশালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৮ কমপ্লেক্সে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে এই দুই বাহিনীর ১৪ সদস্য আত্মসমর্পণ করবেন।

র‌্যাব-৮’র উপঅধিনায়ক মেজর আদনান জানান, জলদস্যু বাহিনীর সদস্যরা অস্ত্রসহ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করবেন।

জলদস্যু বাহিনীর সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরে আসার নেপথে কাজ করেছে যমুনা টেলিভিশন। সহায়তা করেছে র‌্যাব। তারা ২০/২২টি আগ্নেয়াস্ত্র জমা দেবেন।

আত্মসমপর্ণের উদ্দেশ্যে দস্যুবাহিনী দুটি বরিশাল নগরীতে এসে পৌঁছেছে। তারা র‌্যাবের নজরদারিতে রয়েছে বলেও জানান মেজর আদনান।

র‌্যাব সূত্র জানায়, নানা কারণে সুন্দরবন দাপিয়ে বেড়ানো শান্ত ও আলম বাহিনী তাদের স্বাভাবিক জীবনে ফিরতে যমুনা টিভির মাধ্যমে অস্ত্রসহ আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। সে মতে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন করে।

এরআগে গত ১ জুন সুন্দরবনের কুখ্যাত মাস্টার বাহিনীর ১০ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।

মাস্টার বাহিনীর প্রধানসহ ১০ সদস্য ৫২টি অস্ত্র ও ৫ হাজার গুলি, ট্রলারসহ অন্যান্য উপকরণ স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top