সকল মেনু

লিংকন হত্যার দায়ে দুই জনের ফাঁসি

ray_32321আদালত প্রতিবেদক: শরীয়তপুরের লিংকন হত্যার দায়ে দুই আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তদন্তে গাফিলতির কারণে পুলিশের এস আই সুলতান মাহমুদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার এ রায় ঘোষন করেন। এ বিষয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী মাহফুজুর রহমান লিখন সাংবাদিকদের জানান, ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন, সোহাগ হাওলাদার ও আতাবুর রহমান বাবুল। রায় ঘোষনার পরে দুই আসামিকে সাজা পরোয়ান দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার নথি সুত্রে জানাগেছে, ২০১৩ সালের ২৫ জুন লিংকনকে অপহরন করে বিনোদপুর শিমুলতলী এলাকায় পাটক্ষেতে হত্যা করে। পরে এ ঘটনায় নিহতের পিতা মোজাম্মেল খান বাদী হয়ে তিন আসামির বিরুদ্ধে থানায় মামলা করে। পরে ঘটনার তদন্ত করে ওই বছরের ১৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে বিচারের জন্য মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top