আজ মঙ্গলবার দুপুরে ডোমার থানা চত্বরে অনুষ্ঠিত ওপেন হাউস ডে এবং কমিউনিটি পুলিশিং সভায় তাঁদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেন পুলিশ সুপার মো. জাকির হোসেন খান।
পুরস্কার পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দুলাল হোসেন বলেন, ‘এখন প্রতিদিন অন্তত একটি করে হলেও ভালো কাজ করার ইচ্ছা জাগছে আমার মনে। স্কুলছাত্রী রিসার খুনি ওবায়দুলকে ধরিয়ে দেওয়ার সময় ভাবতে পারিনি আমি প্রশংসিত হব, মানুষের কাছে এত সম্মান-ভালোবাসা পাব। সবার প্রশংসা আমাকে আরও ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা জুগিয়েছে।’
গত ৩১ আগস্ট সকালে ডোমারের সোনারায় বাজার থেকে চাঞ্চল্যকর ওই হত্যা মামলার পলাতক আসামি ওবায়দুল খানকে আটক করে পুলিশে সোপর্দ করেন ওই বাজারের মাংস ব্যবসায়ী দুলাল হোসেনসহ অপর দুজন। তাঁরা ওই বাজারে ওবায়দুলকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে পুলিশের সরবরাহ করা ছবির সঙ্গে মিল পেয়ে তাঁকে আটক করে পুলিশে খবর দেন। এরপর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ঢাকায় নেয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ রাজিউর রহমান বলেন, ‘রিসা হত্যা মামলার আসামি ওবায়দুলকে ধরিয়ে দেওয়ার কাজে সহযোগিতার জন্য দুলাল হোসেনসহ ওই তিনজনকে আর্থিক পুরস্কার দিয়েছে জেলা পুলিশ।’ তবে পুরস্কারের টাকার পরিমাণ তিনি জানাননি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।