মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দীন বলেছেন, ‘রাজাকার মীর কাসেমের লাশ মানিকগঞ্জে আনতে দেব না। মানিকগঞ্জের মাটি তার লাশ গ্রহণ করবে না।’
শনিবার যুদ্ধাপরাধী মীর কাসেমের সঙ্গে তার পরিবারের সদস্যরা শেষ দেখা করে এসেছেন। পরে তার স্ত্রী সাংবাদিকদের জানান, মীর কাসেম তার লাশ মানিকগঞ্জের হরিরামপুরে দাফনের জন্য বলেছেন। এরই প্রেক্ষিতে কথা বলতে গিয়ে গোলাম মহিউদ্দীন দৈনিক ইত্তেফাককে এ প্রতিক্রিয়া জানান।
এদিকে রাত আটটার দিকে এক বিক্ষোভ মিছিল বের করেছে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা ফোরাম। তার লাশ পাঠানোর সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডাররা বলেন, আমরা তার লাশ মানিকগঞ্জে প্রবেশ করতে দেব না।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান দৈনিক ইত্তেফাককে বলেন, সার্বিক প্রস্তুতি রাখা আছে। লাশ এখানে পাঠালে আইনগতভাবে তা গ্রহণ করবো। নির্দেশ মোতাবেক দাফনের ব্যবস্থা নেব।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।