চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত একজন মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মৃতরা হলো, উপজেলার শিবনগর গ্রামের মতিয়ার রহমানের ছেলে এবং নাটুদহ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্র মামুন (১২) ও একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে এবং শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র তামিম (১০)। এরা সম্পর্কে চাচাতো ভাই।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত আটটার দিকে উপজেলার শিবনগর গ্রামের মেন্দার বিলে মামুন, তামিম ও আতিয়ার মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাত ঘটলে তারা মারাত্মক আহত হন। তাদেরকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মামুন ও তামিম মারা যায়। আতিয়ার রহমানকে আশংকাজনক অবস্থায় মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম বলেন, তিনি ঘটনাটি শুনেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।