সকল মেনু

অবসরের ঘোষণা দিলেন রুনি

runy_30848খেলা ॥ হটনিউজ২৪বিডি.কম : কখনও আইসল্যান্ডের বিরুদ্ধে লজ্জাজনক হার। কখনও পর্তুগালের বিরুদ্ধে লাল কার্ড দেখা। পরপর বড় টুর্নামেন্টে ব্যর্থতা এবং বিদায়। দেশের জার্সিতে তার সুখের স্মৃতি কম, বরং দুঃখের অনেক বেশি। আন্তর্জাতিক মঞ্চে সম্ভাবনাময় আবির্ভাব হলেও বর্তমানে তিনি ইংল্যান্ডের ট্র্যাজিক নায়ক। যিনি সেরা সময়েও দেশকে কিছু দিতে পারেননি। তিনি তারকা স্ট্রাইকার ওয়েন রুনি। এবার ঘোষণা দিলেন ২০১৮ বিশ্বকাপের পর দেশের জার্সি তুলে রাখবেন।

এবং চেষ্টা করবেন, চলে যাওয়ার আগে দেশকে বিশ্বসেরার মুকুট দিয়ে যেতে। তিনি বলেন, ঠিক করে ফেলেছি রাশিয়া বিশ্বকাপের পরেই অবসর নেব। তবে, যাওয়ার আগে দেশকে কিছু দেয়ার শেষ চেষ্টা করতে চাই।

কিছু দিন আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে রুনিকে অবসর নিতে বলেছিলেন অ্যালান শিয়ারার। প্রাক্তন ইংল্যান্ড স্ট্রাইকার বলেছিলেন, ৩০ বছর বয়সে সমান তালে ক্লাব ও দেশের হয়ে খেলার ক্ষমতা নেই ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ডের।

এবার রুনিও বললেন, রাশিয়া বিশ্বকাপের পরে আমার বয়স হবে ৩৪। তখন আর দেশের হয়ে খেলার মতো ফিটনেস থাকবে না।

২০০৩ সালে মাত্র ১৭ বছর বয়সে জাতীয় দলে অভিষেক রুনির। ২০০৪ ইউরোয় তার পারফরম্যান্স নজর কেড়েছিল সবার। বিশেষজ্ঞরা মনে করেছিলেন, রুনিই হয়তো ইংল্যান্ডের ট্রফি খরা কাটাবেন। কিন্তু ১৩ বছরের ক্যারিয়ারে সেটা করে দেখাতে পারেননি রুনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top