সকল মেনু

unnamedচান মিয়া, ছাতক (সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতকে জাতীয় যুব উন্নয়নের উদ্যোগে ৩২মহিলার মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ খুরমা ইউপির ২নং ওয়ার্ডের মর্যাদ গ্রামে এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্টানিক উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোপাল চন্দ্র দাস, সহকারি অফিসার আসাদ উল্লাহ, ২নং ওয়ার্ড মেম্বার আব্দুল আলিম, মর্যাদ প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজি আব্দুল খালিক, সহ-সভাপতি আজর আলী, বিশিস্ট মুরব্বী সফিক মিয়া, আলতাব আলী, আলকাছ আলী, আব্দুল মজিদ, মাষ্টার ফকরুল ইসলাম, সুনা মিয়া, আব্দুর রব, আব্দুল হান্নান, আসদ মিয়া, আলী হোসেন, শুয়েব আহমদ প্রমূখ। সভায় ইউপি সদস্য আব্দুল আলিমের দাবির প্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যান মর্যাদ বিদ্যালয়ে ৫টি ফ্যান ও একটি টিউবওয়েল প্রদানের আশ্বাস দেন। জানা গেছে, জাতীয় যুব উন্নয়নের উদ্যোগে ৩৪জন মহিলাকে স্বাবলম্বী করে গড়ে তোলতে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কাজ শিক্ষা দেয়া হবে। এতে তাদের জীবন-জীবিকার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কর্মকর্তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top