এরশাদ আলম, (নীলফামারী) জলঢাকা প্রতিনিধি : জল আছে যেখানে মাছ আছে সেখানে, মাছে ভাতে বাঙ্গালী পরিশ্রমে কাঙ্গালি, এমন বিশ্বাসে বিশ্বস্ত নীলফামারীর জলঢাকার মৎস্য চাষীরা। স্বল্প শ্রমে দ্বিগুণ লাভবান ও অধিক মুনফার আশায় এবার বেশি পরিমাণ মৎস্য চাষে আগ্রহি হয়েছে কৃষক। জেলার সবকটি উপজেলায় মৎস্য চাষ স্বাবলম্বি হওয়ার এক নজির দৃষ্টান্ত স্থাপন করেছে বিশেষ করে জলঢাকা উপজেলায়। আমিষের চাহিদা পূরণে মানব দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বলে কথাগুলো বলেন, জলঢাকা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইয়েদুল মোফাচ্ছালীন। শনিবার উপজেলার মীরগঞ্জ কাঠালির মধ্যে সীমানায় কালিরথান নাওঠেলা নামক স্থানে সর্বপ্রথম বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করেন। উপজেলা পরিষদের পুকুর থেকে শুরু করে ১১টি ইউনিয়নের বিভিন্ন পুকুরে এ মাছ গুলো অবমুক্ত করা হয় বলে জানান সংশ্লিষ্ট কতৃপক্ষ। মাছ অবমুক্ত করা কালিন উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, মানিক ইসলাম, মানব বার্তার সাংবাদিক এরশাদ আলম প্রমুখ। মৎস্য চাষের মধ্যে দিয়ে বিনিয়োগে লাভবান হবে অনেক পরিবার এ প্রতিপাদ্য বিষয়টিকে নিয়েই মূল আলোকপাত করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।