সকল মেনু

হাসপাতাল ভর্তির টোকেন না পাওয়ায় মৃত্যু

indexরাইসুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর):  প্রায় পৌনে ১শ’ কিলোমিটার দুর থেকে চিকিৎসা নিতে এসে হাসপাতালে ভর্তির আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের কিসমত বড়াইবাড়ী গ্রামের রাজেন্দ্র নাথ (৬৫)। দিনাজপুরের পার্বতীপুরে আজ বুধবার দুপুর সোয়া ১২টায় উপজেলার রাজাবাসর হাইস্কুল এন্ড কলেজ মাঠে এঘটনা ঘটে। জানা গেছে, লালমনিরহাটের কিসমত বড়াইবাড়ী গ্রামের রাজেন্দ্র নাথ (৬৫), দীর্ঘদিন ধরে শ্বাস কষ্টে ভুগছিলেন। লোকমুখে ভাল চিকিৎসার সংবাদ শুনে ছেলে বসন্ত কুমার কে সঙ্গে নিয়ে বুধবার সকাল সাড়ে ৬টায় লালমনিরহাট থেকে কমিউটার ট্রেনে চড়ে দীঘ ৭৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সকাল ৮ টা ৫৫ মিনিটে পার্বতীপুরে এসে পৌছেন। সাড়ে ৯টার দিকে চিকিৎসার জন্য পার্বতীপুরের স্থানীয় ল্যাম্ব হাসপাতালে যান। কিন্তু সেখানে টোকেন নেয়ার জন্য লাইনে দাড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেও টোকেন মেলেনি। লাইনে অপেক্ষা করার সময় প্রচন্ড গরমে অস্বস্তি বোধ করলে তার ছেলেকে নিয়ে হাসপাতালের বাইরে রাজাবাসর হাইস্কুল এন্ড কলেজ মাঠে এসে গাছতলায় বসে বিশ্রাম নেয়ার সময় হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন। স্থানীয় মন্মথপুর ইউনিয়নের ইউপি সদস্য মাহবুবার রহমান মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top