সকল মেনু

মা-বাবার সঙ্গে মিললো নিহত ৬ জনের ডিএনএ

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় ‘অপারেশন থান্ডারবোল্টে’ নিহত ৬ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

নিহতদের ডিএনএ’র নমুনার সঙ্গে তাদের মা-বাবার ডিএনএ নমুনা পরীক্ষা করে এ পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি মাসুদুর রহমান।

উল্লেখ্য, গত ১ জুলাই রাতে হলি আর্টিজানে হামলা চালায় জঙ্গিরা। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের ছোড়া বোমা ও গুলিতে নিহত হন বনানী থানার ওসি সালাহউদ্দিন খান ও গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার রবিউল করিম।

এছাড়া ১৭ বিদেশীসহ ২০ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে জঙ্গিরা।

পরদিন সকালে যৌথবাহিনীর কমান্ডো অভিযানে নিহত হয় পাঁচ জঙ্গিসহ ৬ জন।

এই পাঁচজনের একজন হলেন হলি আর্টিজানের শেফ সাইফুল ইসলাম চৌকিদার। তাকে জঙ্গিদের সহযোগী বলে দাবি করে আসছে আইনশৃংখলা বাহিনী।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একই রেস্তোরাঁর কর্মচারী জাকির হোসেন শাওন। তাকেও জঙ্গিদের সহযোগী সন্দেহে মৃত্যুর আগ পর্যন্ত পুলিশ পাহারায় রাখা হয়েছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top