সকল মেনু

নাটোরে ঘূর্ণিঝড়ে অর্ধশত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

Natore-sm20160419194055

নাটোরের বড়াইগ্রাম ও সিংড়ায় ঘূর্ণিঝড়ের আঘাতে প্রায় অর্ধশত ঘর-বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঝড়ে উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা ও বেশকিছু বৈদ্যুতিক খুঁটি। এতে করে দূর্গত এলাকায় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ও স্থানীয় সূত্রগুলো জানায় গতকাল রোববার বিকালে বড়াইগ্রাম উপজেলার দায়েরপাড়া, খাসখামার, চড়ইকোল ও উপলশহর গ্রামে আকস্মিক ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে এসব এলাকার প্রায় ২৫টি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।একই সময় সিংড়া পৌর এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে অন্তত ২০টি ঘর-বাড়ি ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top