সকল মেনু

ভোলায় সাড়ে ৩ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

unnamedভোলা প্রতিনিধি: ভোলার মেঘনার বঙ্গের চর পয়েন্ট থেকে ৯ লাখ মিটার কারেন্ট জালসহ একটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল। আজ ভোর রাতে কারেন্ট জাল বিরোধী অভিযানে এসব জাল জব্দ করে। জব্দকৃত জালেল মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। কোস্টগার্ড জানিয়েছে, আজ ভোর রাতের দিকে মেঘনার বঙ্গেরচর সীমানায় অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকার করেিছলা জেলেরা। বিষয়টি দেখতে পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম কারেন্ট জাল ও ট্রলার আটক করলেও জেলেরা পালিয়ে যায়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেটেরে উপস্তিতিতে খেয়াঘাট সংলগ্ন কোস্টগার্ড টার্মিনালে জব্দৃকৃত জাল আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়। ভোলা কোস্ট গার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার ল্যা. নাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top