শনিবার রাত ৮টার দিকে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামে এই ঘটনা ঘটে।
আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন জানান, শনিবার সন্ধ্যার পর ওই গ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে বজ্রপাত ঘটে। এ সময় দিনমজুর আজির আলী ও তার স্ত্রী আলিমা আক্তার দম্পতি নিজ ঘরের বারান্দায় ছিলেন। বজ্রপাতে তারা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শনিবার রাত ৯টা ২৫ মিনিটের সময় কর্তব্যরত চিকিৎসক ডা. দেবজ্যোতি সিনহা তাদের মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আজির আলীর দুই বিয়ে। প্রথম সংসারে তার ছয় মেয়ে ও এক ছেলে রয়েছে। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তার শ্যালিকা আলিমা আক্তারকে বিয়ে করেন আজির আলী। সে সংসারে একটি মেয়ে রয়েছে।
এদিকে খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহ দেখতে যান। এ সময় তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ৪০ হাজার টাকা বরাদ্দের ঘোষণা দিয়ে দেন এবং তাৎক্ষণিকভাবে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।