সকল মেনু

সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে গণসঙ্গীত অনুষ্ঠিত

unnamedসিরাজগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপি সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরদ্ধে সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের আয়োজনে‘জঙ্গীবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক পদযাত্রা ও গণসঙ্গীত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ শহীদমিনার পাদদেশ থেকে এই পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির সোপানে এসে শেষ হয়। এই সময় পদযাত্রায় অংশ গ্রহনকারী সাংস্কৃতিক কর্মীরা দেশাত্ববোধক গান ও কবিতা আবৃত্তি করে। এবং ট্রাকে করে ভ্রাম্যমান গণসঙ্গীত পরিবেশন করা হয়। পদযাত্রায় সাংস্কৃতিককর্মী,শিক্ষার্থী,কর্মজীবী পেশাজীবীসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন।
পদযাত্রাপুর্বে সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের আহবায়ক ড.জান্নাত আরা তালুকদার হেনরীর সভাপতিত্বে এবং সদস্যসচিব দিলীপ গৌরের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের কমান্ডার গাজী শফিকুল ইসলাম সফি,সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসার জেনিয়া আখতার,মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গাজী আশরাফুল ইসলাম চৌধূরী জগলু,শহর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসহাক আলী,সদর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামছুজ্জামান দুদু,সম্মিলিত সাংস্কৃতিক জোটের জাতীয় কমিটির সদস্য এ্যাডভোকেট মাহবুব এ খোদা টুটুল,জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী কমিটির সদস্য হীরক গুন,জেলা কালচারাল অফিসার মাহমুদল হাসান লালন প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন কথক থিয়েটারের প্রধান পরিচালক হাফিজুর রহমান সামাদ,কন্ঠযোদ্ধার সভাপতি যুদ্ধাহত মুুক্তিযোদ্ধা টি এম মোয়াজ্জেম হোসেন,জাসদ নেতা কমরেড আবু বক্কর ভুইয়া,আনন্দ ধ্বনীর প্রধান পরিচালক নুর ই আলম হীরা,গীতিকার হাসান আনোয়ার,উদীচী সিরাজগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম লিমন,নাট্য লোকের সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন,বাউল শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক সঞ্জীব সরকার,মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি আবু মাসুদ সিকদারসহ বিভিন্ন সাংষ্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সন্ধ্যায় মুক্তির সোপানে গণসঙ্গীত পরিবেশন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top