পীরগঞ্জ উপজেলার পল্লীতে হাত-পায়ে গাছের শেকড়ের মতো রোগে আক্রান্ত এক শিশুর সন্ধান পাওয়া গেছে। শিশুটির নাম রিপন (৭) । সে কেটগাঁও গ্রামে মহেন্দ্র রায়ের ছেলে।
জানা যায়, জন্মের তিন মাস পর থেকেই শিশু রিপন রায়ের দেহে এ রোগ দেখা দেয়। বর্তমানে তার বয়স ৭ বছর। রিপন বর্তমানে উপজেলার কেটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র। সে তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট।
এ রোগের কারণে চলাফেরায় সমস্যার কথা উল্লেখ্য করে রিপন বলে, ‘নিজে নিজে স্নান করতে পারি না। হাত দিয়ে ভাত খেতে পারি না। অনেকেই আমার সঙ্গে মিশতে চায় না।’
রিপনের মা গোলাপী রানী বলেন, ‘স্থানীয় ডাক্তার দেখিয়েছি। ডাক্তাররা বলছে ঢাকা বা ভারতে চিকিৎসা নিতে। কিন্তু আমাদের এত টাকা নেই। তাই তার চিকিৎসা করাতে পারছি না।’
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার হুমায়ুন কবির বলেন, ‘আমার ধারণা এটা ভাইরাস সংক্রান্ত রোগ। এই জাতীয় রোগীদের হাত-পা গাছের শেকড়ের মতো হয়।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।