সকল মেনু

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে ৭ জন কারারক্ষী

police-1-290x165হটনিউজ২৪বিডি.কম : ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে কারারক্ষীর চাকরি নিয়েছিলেন সাতজন। পরে তাদের চাকরি আটকে দিয়েছে কারা অধিদফতর।

প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ও সচিবের স্বাক্ষর জাল করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

প্রসঙ্গত, ভুয়া সনদ দিয়ে পুলিশে কনস্টেবল পদে চাকরি নেয়া সোমবার ১৯ জনকে বরখাস্তের পাশাপাশি গ্রেফতারও করা হয়েছে।

জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব মো. আবদুল হান্নান যুগান্তরকে বলেন, কিছুদিন আগে কারা অধিদফতর থেকে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেয়া ২০ জনের একটি তালিকা যাচাই-বাছাই করতে পাঠানো হয়।

তিনি জানান, এরমধ্যে সাতজনের কাগজপত্র ভুয়া বলে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিদের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা দেয়া হয়। সরকারি চাকরিতে তারা ৩০ শতাংশ কোটা পান। আবার চাকরিরত মুক্তিযোদ্ধারা এক বছর অতিরিক্ত চাকরি করতে পারেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top