সকল মেনু

বেলাবতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

indexবেলাব(নরসিংদী) প্রতিনিধি: বেলাবতে ৬ বছরের শিশু কন্যা জ্যোতি আক্তার সায়মার ধর্ষকের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ৪ আগষ্ট বৃহস্পতিবার বিকাল ২ টায় বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক শাখা,উপজেলা শিক্ষক সমিতি ও বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্ষক সাদ্দাম হোসেন বাবুর গ্রেফতার ও বিচারের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহন করে। প্রথমে বেলাব বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ মাঠে গিয়ে মানববন্ধনে অংশগ্রহন করে। মানববন্ধন শেষে ধর্ষক সাদ্দাম হোসেন বাবুর গ্রেফতার ও বিচারের দাবিতে বক্তব্য রাখেন মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভানেত্রি রাবেয়া বেগম শান্তি,সম্পাদক নাজরিন হক হেনা,নাজমুন্নাহার আমিনা,সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সোলাইমান খন্দকার,বিন্নাবাইদ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা গোলাপ,আবু রায়হান,আজিজুল হক,হারুন অর রশিদ প্রমূখ। উল্লেখ্য যে, গত ২৪ জুলাই উপজেলার চর বেলাব গ্রামের আল আমিনের ৬ বছরের শিশু কন্যা জ্যোতি আক্তার সায়মাকে একই গ্রামের হোসেন আলীর বখাটে ছেলে সাদ্দাম হোসেন বাবু পাটক্ষেতে নিয়ে জোড়পূর্বক ধর্ষন করে। এ ঘটনায় সাদ্দাম হোসেন বাবুকে আসামী করে বেলাব থানায় একটি ধর্ষনের মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর ধর্ষনকারী সহ তার বাড়ির সবাই পলাতক রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top