সকল মেনু

আদালতের নির্দেশে কুড়িগ্রামে ১০৪ কেজি গাঁজা ধ্বংস

indexডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জব্দকৃত গাঁজা ধ্বংসের আদেশ হওয়ায় ১০৪ কেজি গাঁজা পুড়িয়ে ফেলা হয়েছে। রোববার বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনের পুকুর পাড়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অম্লান কুসুম বিষ্ণু, সিনিয়ন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ, মোঃ মইনুদ্দিন ও ডিবি পুলিশের অফিসার ইনচার্জ এএম ফুয়াদ রুহানীর উপস্থিতিতে এসব গাঁজা পোড়ানো হয়।

আদালত সুত্রে জানা গেছে, রাজারহাট থানায় গত ৪/৫/১৬ ইং তারিখে ১০৪ কেজি গাঁজা জব্দ করার প্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়। মামলা চলমান থাকলেও জব্দকৃত গাঁজা ধ্বংসের আদেশ দেয় আদালত। এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানায় রাজারহাট থানার ছিনাই এলাকা থেকে এসব গাঁজা জব্দ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top