সকল মেনু

আজ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে মহাশ্বেতা দেবীর

mahasweta_23915হটনিউজ২৪বিডি.কম : আজ শুক্রবার শেষকৃত্য সম্পন্ন হবে মহাশ্বেতা দেবীর। কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাষ্ট্রীয় মর্যাদায় হবে শেষকৃত্য। তার আগে রবীন্দ্র সদনে শায়িত রাখা হয়েছে লেখিকার দেহ। সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য রবীন্দ্রসদনে শায়িত থাকবে তার দেহ। অনুরাগীরা এখানেই তাকে শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর হবে শেষযাত্রা।

আজ শুক্রবার সকালেই রবীন্দ্র সদনে দেহ নিয়ে যাওয়া হয়েছে। যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস ও তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন রয়েছেন দায়িত্বে।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার কলকাতার এক নার্সিংহোমে মৃত্যু হয় মহাশ্বেতা দেবীর। তার মৃত্যুর খবর পেয়ে দিল্লি থেকে কলকাতায় ফিরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিখ্যাত এই লেখিকাকে শেষ শ্রদ্ধা জানাতে রাতেই নার্সিংহোমে যান মুখ্যমন্ত্রী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top