সকল মেনু

সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে উদীচীর মানববন্ধন

indexসিরাজগঞ্জ প্রতিনিধিঃ  দেশ্যব্যাপি সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সিরাজগঞ্জে মানব বন্ধন করেছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সিরাজগঞ্জ জেলা সংসদ।বৃহস্পতিবার বিকেলে শহরের নাজমুল চত্বরে উদীচী সিরাজগঞ্জ জেলা সংসদ কার্যালয়ে সামনে ঘন্টা ব্যাপি এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উদীচীর সাধারন সম্পাদক মঈনুল ইসলাম লিমনের পরিচালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ রেড ক্রিসেন্ট  সোসাইটির সিনিয়র সহ সভাপতি আওয়ামীলীগ নেতা মোস্তফা কামাল খান,বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোমিন বাবু,জেলা বাসদের সমন্বায়ক নব কুমার কর্মকার,সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের সদস্য সচিব দিলীপ গৌর,দুর্বার নাট্য গোষ্ঠীর সভাপতি আছির উদ্দিন মিলন প্রমুখ। এসময় উদীচী শিল্পী গোষ্ঠীর সদস্য ও কর্মকর্তা,শ্রী কমল সংগীত বিদ্যালয়ের ছাত্র অবিভাবকসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃৃবন্দ উপস্থিত ছিলেন। বক্তরা বলেন সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সবাই কে ঐক্য বদ্ধ হতে হবে। ৭১ সালের মতই ধর্মের লেবাস লাগিয়ে একটি কুচক্রি মহল দেশকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চাচ্ছে। এই উগ্র সন্ত্রাসবাদকে প্রতিহত করতে হবে। এবং এই ক্ষেত্রে সাংস্কৃতিক কর্মীদের অগ্রসর ভুমিকা পালন করতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top