সকল মেনু

ফেতুল্লাহ গুলেনের সহযোগী আটক

gulefgh-290x151আন্তর্জাতিক ॥ হটনিউজ২৪বিডি.কম : যুক্তরাষ্ট্রে নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের প্রধান সহযোগীকে আটক করা হয়েছে। গুলেনের ভাতিজাকেও আটক করা হয়েছে বলে তুরস্ক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

আটক হালিস হানসিকে গুলেনের ডান হাত বলে সবার কাছে বেশ পরিচিত। অভ্যুত্থানের দুই দিন আগেই তিনি তুরস্কে প্রবেশ করেছিলেন। ধারণা করা হচ্ছে, অভ্যুত্থান প্রচেষ্টার জন্যই তিনি তুরস্কে গিয়েছেন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে আরো বলা হয়েছে, চলতি বছরের মে মাসে গুলেনের অপর এক ভাতিজাকেও গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ফেতুল্লাহ গুলেনের একটি স্কুল পরিচালনার অভিযোগ আনা হয়েছে।

এদিকে, তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর হাজারের বেশি বেসরকারি স্কুল, দাতব্য প্রতিষ্ঠান এবং আরো বেশ কিছু প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফেতুল্লাহ গুলেনের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহেই এসব প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top