সকল মেনু

পার্বতীপুরে নদী থেকে অবৈধ ঘের ও বাঁধ অপসারণ করা হলো

indexপার্বতীপুর (দিনাজপুর)  প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহাঙ্গীর আলম আজ শুক্রবার বিকেলে এক মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলার তিলাই নদী থেকে অবৈধ ঘের ও বাঁধ অপসরণ করেছেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান ও পার্বতীপুর মডেল থানা পুলিশের একটি টিম।
জানা যায়, উপজেলার তিলাই ও ছোট যমুনা নদীতে প্রতিবারের ন্যায় এবারও কতিপয় দূর্বৃত্ত ব্যক্তি অবৈধভাবে বাঁশের ঘের, ঘন জাল ও বাঁধ দিয়ে দেশীয় বিভিন্ন প্রজাতির মা মাছ ও ছোট মাছ ধরছিলেন। মৎস্য সপ্তাহ উপলক্ষে বিষয়টি আলোচনায় নিয়ে আসেন সাধারণ মানুষেরা। তারা দেশীয় মাছের বংশ বিস্তারের লক্ষ্যে দ্রুত উপজেলার ২টি নদী থেকে অবৈধ ঘের ও বাঁধ অপ্রসারনের দাবী জানান। এরই প্রক্ষিতে আজ শুক্রবার বিকেল ৫টায় ভারপ্রাপ্ত উপজেলা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top