সকল মেনু

কুড়িগ্রামে কৃষি প্রযুক্তি মেলা শুরু

index ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে জেলা ফলদ-বনজ ও কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম খামার বাড়ী চত্বরে ৫দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের অতিরিক্ত পরিচালক মোঃ শাহ্ আলম, কুড়িগ্রাম খামার বাড়ীর উপ-পরিচালক মোঃ মকবুল হোসেন প্রমূখ।  জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ, অর্থ পুষ্টি স্বাস্থ্য চান দেশি ফল বেশি খান। এ প্রতিপাদ্যে উপস্থিত বক্তারা বক্তব্য রাখেন। এ ছাড়াও নতুন নতুন কৃষি প্রযুক্তি সম্প্রসারন ও ব্যবহারের উপর গুরুত্বারপ করেন। মেলা উপলক্ষে কৃষি প্রযুক্তি, ফলদ-বনজ বৃক্ষ ও ফলের ৩০ স্টল বসেছে।  প্রতিদিন সন্ধ্যায় কৃষি ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top