সকল মেনু

বোয়ালমারীতে আ’লীগের দু’গ্রুপের ডাকা বর্ধিত সভা স্থগিত

indexলিটু সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: কেন্দ্রীয় আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের অনুরোধে উপজেলা আ’লীগের দুই গ্রুপের ডাকা আজকের সভা স্থগিত করা হয়েছে। বুধবার সভাপতি ও সম্পাদককে আহমদ হোসেন ফোন করে সভা স্থগিত করার অনুরোধ জানালে উভয় গ্রুপ এ সিদ্ধান্ত নেন। সভা স্থগিত হওয়ায় স্থানীয় দলীয় নেতা কর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। উল্লেখ্য গত ১৪ জুলাই উপজেলা আ’লীগ সভাপতি এমএম মোশারফ হোসেন মিয়া জঙ্গি প্রতিরোধ কমিটি গঠন ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে শুক্রবার (২২.০৭.১৬) দলীয় কার্যালয়ে বর্ধিত সভা আহ্বান করেন। এর পাল্টা হিসেবে একই দিন একই সময় স্থানীয় এমপি আব্দুর রহমান সমর্থক উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক শাহ্জাহান মিরদাহ্ পিকুল ডাকবাংলোতে সভা আহ্বান করে। এ নিয়ে দু’পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বুধবার সন্ধ্যায় সভাপতি ও বৃহস্পতিবার দুপুরে সাধারণ সম্পাদক সভা স্থগিত করার কথা জানান। উল্লেখ্য, গত ডিসেম্বরে অনুষ্ঠিত বোয়ালমারী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে এমপি আব্দুর রহমান ও উপজেলা আ’লীগ সভাপতি মোশারফ হোসেনের মধ্যে সম্পর্কের চরম অবনতি হয়। ওই নির্বাচনে এমপি সমর্থিত দলীয় প্রার্থী পিকুল ২০৩৯ ভোট পেয়ে পরাজিত হন। মনোনয়ন বঞ্চিত মোশারফ হোসেনের ছোট ভাই মোজাফ্ফর হোসেন মিয়া বিদ্রোহী প্রার্থী হিসেবে ৭৫৭৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top