হটনিউজ২৪বিডি.কম : রংপুরে দুইজনকে হত্যা মামলায় ১০ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
রংপুর অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান বৃহস্পতিবার দুপুরে হত্যা ও ডাকাতি মামলায় ১০ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন।
২০০৯ সালের ২৮ মার্চ রাত ৯ টায় ঠাকুরগাঁও থেকে ২০২ বস্তা চাল নিয়ে রংপুর আসার পথে তারাগঞ্জ উপজেলার বরাতি ব্রিজ এলাকায় একদল ডাকাত ব্যারিকেড দিয়ে ডাকাতি করে। এরপর ডাকাতরা ট্রাক চালক পরেশচন্দ্র, হেলপার সন্তোষ কুমারকে হাতপা বেঁধে রাস্তায় ফেলে দিয়ে ট্রাক চালিয়ে নিয়ে যায়। এতে ট্রাকচালক পরেশচন্দ্র ও ভ্যানচালক পরেশ মারা যায়। আহত হন হেলপার সন্তোষ।
ওই রাতে হেলপার মামলা করেন বদরগঞ্জ থানায়। আসামি করা হয় ১০ জনকে। এরা হলেন- হাজতে অবস্থানকারী আবুল বাসার, চান্দু মৃধা ও সোবহান সিকদার এবং পলাতক মানিক, ওয়াহিদুল হক, নজরুল ইসলাম, বাবুল হোসেন, শাহিন হোসেন, আবুল বাসার, বশির, শহীদুল ইসলাম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।