সকল মেনু

নতুন বাজেটে দেশ আরো একধাপ এগোবে : প্রধানমন্ত্রী

pmaiii-290x181হটনিউজ২৪বিডি.কম : ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের মাধ্যমে বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে যাবে। দেশের মানুষের দারিদ্র্য বিমোচন হবে। মানুষ আরো উন্নত জীবন পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।

বুধবার জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা হটনিউজ২৪বিডি.কম : সরকারে আসার পর থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশে কোনো জঙ্গিবাদ ও সন্ত্রাসের স্থান হবে না। আর বাংলার মাটি ব্যবহার করে কেউ কোনো জঙ্গি তৎপরতা অন্য কোথাও চালাতে পারবে না। এ ব্যাপারে আমরা যথেষ্ট শক্তিশালী ভূমিকা নিয়েছি। হ্যাঁ, কিছু কিছু ঘটনা ঘটছে। কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করছি। তদন্ত করছি, অপরাধীদের গ্রেপ্তার করছি এবং তাদের বিচার করার ব্যবস্থা করে যাচ্ছি। এ ব্যাপারে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসহ গোয়েন্দা সংস্থা যথেষ্ট তৎপর। এখানে অনেকগুলো বড় বড় ঘটনা ঘটানোর নানা রকম ষড়যন্ত্র হয়েছে। সেগুলো সম্পর্কে গোয়েন্দা সংস্থা যথাসময়ে তথ্য দিয়েছে। আমরা সেগুলো ধরেছি। এ ধরনের বহু ঘটনা ঘটেছে।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘সবচেয়ে দুঃখজনক হলো যে, বিএনপি-জামায়াত পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করেছে। প্রকাশ্য দিবালোকে মানুষকে পুড়িয়ে হত্যার চেয়ে বড় সন্ত্রাসী কাজ আর কী হতে পারে।

এরপর যে গুপ্তহত্যা, সে ব্যাপারে আগেই আমি সন্দেহ পোষণ করেছিলাম। হঠাৎ গুপ্তহত্যা কেন? যেখানে মাদারীপুরে একজন শিক্ষককে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হলো। জনগণকে আমি ধন্যবাদ জানাই। আঘাতকারীকে সাহসের সঙ্গে ধরে ফেলা হলো।’

বিএনপির নেত্রীর সমালোচনা করে তিনি বলেন, ‘যে লোকটা একজন কলেজশিক্ষককে মারতে গিয়ে জনগণের কাছে হাতেনাতে ধরা পড়ে, তার জন্য খালেদা জিয়ার এত মায়াকান্না কেন? এটা আমার একটা প্রশ্ন?’

‘তার মানে কি দাঁড়াচ্ছে, যেমন হাঁড়ির ভাত সিদ্ধ হলো কি না তা একটা ভাত টিপলেই বোঝা যায়। তাই একটা ঘটনা থেকেই বোঝা যায় গুপ্তহত্যার সঙ্গে তাদের একটা সম্পর্ক রয়েছে।’
তিনি বলেন, ‘আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে বাংলাদেশ সারা বিশ্বে একটা সম্মানজনক অবস্থানে এসেছে। ইনশা আল্লাহ আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য আমরা অর্জন করতে সক্ষম হব। তবে এ ধরনের হত্যাকাণ্ড যারাই ঘটাবে, সে যেই হোক তার বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। জনগণের নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব। এ ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন এবং আমরা তা করব।’

তিনি বলেন, ‘মাননীয় স্পিকার, এই বাজেটের মাধ্যমে আমি আশা করি, বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে যাবে এবং দেশের মানুষের দারিদ্র্য বিমোচন হবে, মানুষ আরো উন্নত জীবন পাবে। যা ইতিমধ্যেই মানুষ পেতে শুরু করেছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top