সকল মেনু

আমিরের ছবির চিত্রনাট্য অসাধারণ: সালমান

Salm-290x160বিনোদন ॥ হটনিউজ২৪বিডি.কম : বলিউড সুপারস্টার আমির খান অভিনীত ‘দঙ্গল’-এর সঙ্গে নিজের অভিনীত ‘সুলতান’ ছবিটির তুলনা করার কোনো কারণ দেখেন না আরেক সুপারস্টার সালমান খান। যদিও দু’জনই অভিনয় করেছেন কুস্তিগীর চরিত্রে।

দুই খানের চরিত্র কুস্তিগীরের হওয়ায় সাদৃশ্য খোঁজা হচ্ছে। এ ছাড়া ‘সুলতান’-এর ট্রেলার দেখে আমির নাকি মনে করছেন ‘দঙ্গল’কে ভুগতে হবে! সাংবাদিকরা একথা মনে করিয়ে দিতেই ৫০ বছর বয়সী সালমান বলেন, ‘‘আমির ভীত? কি যে বলেন না! ও ‘দঙ্গল’-এর মতো ছবিতে কাজ করেছে, আবার বোঝাচ্ছেন সে ভীত! তাহলে ‘দঙ্গল’ কেনো করলো সে? ‘সুলতান’-এর জন্য কেনো ভয় পাবে ও?’’

যোগ করে সালমান আরও বলেছেন, ‘‘ওর ছবির চেয়ে আমারটি আলাদা। আমরা উভয়ে জানি, দুটি ছবির বিষয়বস্তু কুস্তি। তার মানে কি এই যে, যদি শাহরুখ খান প্রেমের ছবিতে অভিনয় করে তাহলে আমি ওই ধরনের কাজ করবো না? এসব অযাচিত বিষয়। আমিরের ছবির চিত্রনাট্য সম্পর্কে জেনেছি। এটা অসাধারণ।’’

‘দাবাং’ তারকা সালমান রসিকতার সুরে জানান, দুটি ছবির মধ্যে বেছে নিতে বলা হলে তিনি ‘দঙ্গল’ও নির্বাচন করতেন। তার কথায়, ‘দুটো ছবিতেই কাজ করতে চাইতাম। প্রথমে ‘সুলতান’, তারপর ‘দঙ্গল’ হাতে নিতাম।

সালমান জানান, ‘সুলতান’ ছবির জন্য যার প্রশিক্ষণে তিনি তৈরি হয়েছেন, ‘দঙ্গল’ ছবিতে কাজর আগে প্রস্তুত হতে আমিরকে সহায়তার জন্য ওই ট্রেনারকেই ভাগাভাগি করেছেন। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘আমি অনেক বড় মনের মানুষ।’

আলি আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’-এর গল্প কুস্তিগীর সুলতান আলি খানকে ঘিরে। আর ‘দঙ্গল’ হলো কুস্তিগীর মহাবীর সিং ফোগাটের জীবন নিয়ে। দুই কন্যা ববিতা কুমারি ও গীতাকে কুস্তি শিখিয়েছেন তিনি। যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়া প্রযোজিত ‘সুলতান’ মুক্তি পাবে আগামী মাসে ঈদে। আর ‘দঙ্গল’ আসবে এ বছরের ১৬ ডিসেম্বর।

এদিকে গুঞ্জন রয়েছে আমির-সালমান অভিনীত ১৯৯৪ সালের হিট কমেডি ছবি ‘আন্দাজ আপনা আপনা’র সিক্যুয়েল তৈরি হতে যাচ্ছে। আমিরের সঙ্গে পর্দায় পুনর্মিলন হবে কি-না জানতে চাইলে ভারতীয় সাংবাদিকদেরকে সালমান বলেন, ‘আমিরের সঙ্গে কাজ করতে বহু বছর ধরে মুখিয়ে আছি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top